টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করা অসিরা চাইলেও আর দক্ষিণ আফ্রিকাকে টপকে শীর্ষে উঠতে পারবে না। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার কাছে নিছক নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
Advertisement
সঙ্গত কারণেই গুরুত্বহীন এই টেস্ট সিরিজে একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া, যার মধ্যে রয়েছে অধিনায়ক প্যাট কামিন্সের নামও।
কামিন্স দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সময়টায় বিশ্রাম নিয়ে গোড়ালির সমস্যা মেটানোরও চেষ্টা করবেন তিনি।
কামিন্সের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। এক্ষেত্রে ফের অস্ট্রেলিয়ার লিডারশিপ গ্রুপে ঢুকে পড়েন ট্রাভিস হেড। তাকে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে।
Advertisement
কামিন্স ছাড়াও অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে উল্লেখযোগ্য অনুপস্থিতি চোখে পড়ছে তারকা পেসার জশ হ্যাজেলউড ও অলরাউন্ডার মিচেল মার্শের।
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট অভিষেক হয় ন্যাথন ম্যাকসুইনি, স্যাম কনস্টাস ও বিউ ওয়েবস্টারের। তিন ক্রিকেটারকেই শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে।
শ্রীলঙ্কার গলে দুই টেস্টেই ঘূর্ণি পিচে খেলতে হবে, আগাম জানা আছে অস্ট্রেলিয়ার। তাই তারা টেস্ট স্কোয়াডে স্পিনার এবং বিকল্প স্পিনার প্রস্তুত রেখেছে।
নাথান লিয়ন অস্ট্রেলিয়ার মূল স্পিনার। তার সঙ্গে স্পিন বিকল্প হিসেবে থাকছেন অনভিষিক্ত কুপার কনলি। এছাড়া ম্যাট কুনম্যান ও টড মার্ফির সঙ্গে পার্টটাইম স্পিনার হিসেবে থাকছেন ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশান ও ন্যাথন ম্যাকসুইনি।
Advertisement
অস্ট্রেলিয়ার স্কোয়াডস্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড (সহঅধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথিউ কুনম্যান, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, ন্যাথন ম্যাকসুইনি, টড মার্ফি, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
এমএমআর