দেশজুড়ে

ছেলেকে আটকের জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছেলেকে আটকের জন্য পুলিশ দেখে তরিকুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

তরিকুল ইসলাম উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশীর করা একটি মারামারির মামলায় তরিকুল ইসলামের ছেলে সুমনকে আটক করতে যায় পুলিশ। কিন্তু সুমন বাড়িতে ছিলেন না। এদিকে বাড়িতে পুলিশ আসার খবরে আতঙ্কগ্রস্ত হয়ে গোয়ালঘরে আশ্রয় নেন তরিকুল ইসলাম। পরে সেখানে স্ট্রোকে তার মৃত্যু হয়। পরে বুধবার দুপুরে তার মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, পরোয়ানাভুক্ত আসামি সুমনকে আটক করতে পুলিশ তার বাড়িতে গেলে আতঙ্কগ্রস্ত হয়ে মারা যান তার বাবা। তিনি হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন।

Advertisement

সোহান মাহমুদ/আরএইচ/এমএস