আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
Advertisement
বুধবার (৮ জানুয়ারি) বেবিচক সদরদপ্তরে সাম্প্রতিক সময়ে বিমান দুর্ঘটনা পর্যালোচনায় বিমান চলাচল সুরক্ষা নিশ্চিত করতে অংশীজনদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচক এবং অ্যাভিয়েশন স্টেকহোল্ডারদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ বিমান চলাচলের পরিবেশ গড়ে তোলার জন্য কাজ অব্যাহত রয়েছে।
তিনি সব স্টেকহোল্ডারদের ঝুঁকি শনাক্ত ও ঝুঁকি কমানোর উপায় খুঁজে বের করতে সহযোগিতামূলকভাবে কাজ করার আহ্বান জানান।
Advertisement
মঞ্জুর কবীর ভূঁইয়া দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমে শূন্য প্রাণহানির লক্ষ্য অর্জন করে আইকাও গ্লোবাল অ্যাসপিরেশনাল সেফটি গোলস পূরণ করা সম্ভব হবে।
তিনি বলেন, বিমান চলাচলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিকল্পনায় সবাই একসঙ্গে কাজ করলে আমরা দুর্ঘটনামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারবো।
তিনি কর্মশালায় অংশগ্রহণকারী আলোচকদের ধন্যবাদ জানিয়ে বলেন, টিমওয়ার্ক সব বিমান চলাচল স্টেকহোল্ডারদের জন্য অপরিহার্য। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
এখন বিমানবন্দরের আশপাশে বার্ড স্ট্রাইক কন্ট্রোল, বোর্ডিং ব্রিজ অপারেটরদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং সিভিল অ্যাভিয়েশন একাডেমিতে নিরাপত্তা বিষয়ক বিশেষ প্রশিক্ষণসহ বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।
Advertisement
কর্মশালায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা ও এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটির সংশ্লিষ্টরা অংশ নেন। বিমান চলাচলে সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ের ওপর মতামত দেন তারা।
এমএমএ/এমকেআর