রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগকে উদ্দেশ্য করে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ডেপুটি রেজিস্টার জাকিরুল ইসলামের বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা।
Advertisement
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ডেপুটি রেজিস্টার জাকিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিলে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Advertisement
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়ার সময় পুরো ইসলামিক স্টাডিজ বিভাগকে নিয়ে কটূক্তি করা হয়েছে। তিনি বলেছেন, ‘সালাউদ্দিন আম্মার এমন একটি বিভাগে পড়ে যে বিভাগকে কেউ চেনে না’। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হয়ে তিনি সেই বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগকে নিয়ে এ ধরনের কথা বলতে পারেন না। আমরা কঠোরভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি যে জায়গা থেকে এই কথা বলেছেন সেই জায়গা থেকেই আমাদের বিভাগের কাছে ক্ষমা চাইতে হবে।
বিভাগটির আরেক শিক্ষার্থী বাঈজিদ আহমেদ বলেন, কোটা পুনর্বহাল নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা যে আন্দোলন করছেন তা যৌক্তিক না অযৌক্তিক তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সালাউদ্দিন আম্মার, শুধু ইসলামিক স্টাডিজ বিভাগকেই রিপ্রেজেন্ট করছেন না, পুরো বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে একটা বিভাগকে নিয়ে যে অপমান করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক বিষয়। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হয়ে তিনি যদি ইসলামিক স্টাডিজ বিভাগকে না চেনার কথা বলেন সেটা দুঃখজনক বিষয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাকিরুল ইসলাম বলেন, আসলে এমন ভেবে আমি বলিনি। আমার নামটা মনে ছিল না তাই এ কথা বলেছি। আসলে নিজ বিভাগ সবার কাছেই আবেগের জায়গা। অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। এটি নিয়ে আমি আমার ফেসবুক পোস্টে ও ভিডিও বার্তায় ‘সরি’ বলেছি।
মনির হোসেন মাহিন/জেডএইচ/জিকেএস
Advertisement