আন্তর্জাতিক

এইচএমপিভি নিয়ে চিন্তার কারণ নেই: মমতা ব্যানার্জী

বছরের প্রথম সপ্তাহেই হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গে। এরই মধ্যে এক শিশুর শরীরে শনাক্তও হয়েছে এই ভাইরাস। কিন্তু এটি নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

Advertisement

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন শেষে ফেরার পথে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই ভাইরাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আতঙ্কের কিছু থাকলে আমরা জানিয়ে দেবো। রাজ্যের চিফ সেক্রেটারি আজই বৈঠক করেছেন এই ভাইরাস নিয়ে। যতটা জানা গেছে, সেই মোতাবেক এই ভাইরাস মারাত্মক কোনো বিষয় নয়।

আরও পড়ুন>> 

চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা এইচএমপিভি এবার কলকাতায় এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

এরপরেই রাজ্যের কিছু বেসরকারি হাসপাতালের দিকে অভিযোগের আঙুল তুলে মমতা ব্যানার্জী বলেন, কিছু বেসরকারি অসাধু চক্র সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কিছু টাকা কামানোর জন্য। এটি ঠিক নয়। আমরা স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করেছি সাধারণ মানুষের চিকিৎসার জন্য। কিন্তু একটা সাধারণ জ্বরেও দুই লাখ রুপি নিয়ে নেবে, সেটি ঠিক না।

Advertisement

এর আগে, চীন-মালয়েশিয়ার পর ভারতের বেঙ্গালুরুতে ধরা পড়েছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। এরপর গত সোমবার কলকাতায় হদিশ মেলে এই ভাইরাসের। পশ্চিমবঙ্গের রাজধানীতে ছয় মাসের এক শিশুর শরীরে শনাক্ত হয় এইচএমপিভি। চিকিৎসার পর শিশুটি আপাতত সুস্থ রয়েছে।

আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। সেই মেলাকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। তার আগে এইচএমপিভি ঘিরে আতঙ্ক না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

ডিডি/কেএএ/

Advertisement