একুশে বইমেলা

প্রকাশিত হলো রব্বানীর উপন্যাস ‘ফেরার পথ নেই’

অমর একুশে বইমেলা উপলক্ষে তরুণ লেখক বোরহান উদ্দীন রব্বানীর নতুন উপন্যাস ‘ফেরার পথ নেই’ প্রকাশিত হয়েছে। এটি তার চতুর্থ বই এবং প্রথম উপন্যাস।

Advertisement

বইটির প্রচ্ছদ করেছেন সাদাত হোসাইন। প্রকাশ করেছে অনুজ প্রকাশন। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি রকমারি, ওয়াফিলাইফ ও বইবাজারে পাওয়া যাচ্ছে। এ ছাড়া বইমেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

নতুন বই সম্পর্কে রব্বানী বলেন, ‘বইটি পড়ে পাঠক এক ভিন্নধর্মী কাহিনির স্বাদ পাবেন। চেনা গল্প অথচ মনে হবে যদি আমি এমন কাহিনির নায়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারতাম।’

আরও পড়ুন প্রকাশিত হলো সঞ্জয় দেওয়ানের ‘জলের ক্যালিগ্রাফি’ আসছে গল্পগ্রন্থ ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’

তিনি বলেন, ‘আমার আশা বইটি আমার পূর্ববর্তী বইগুলোর চেয়ে ব্যাপক প্রশংসিত ও জনপ্রিয় হবে। এরই মধ্যে পাঠকের অভাবনীয় সাড়া সে প্রত্যাশাকে আরও স্পষ্ট করেছে।’

Advertisement

এর আগে রব্বানীর কথামালা (কাব্যগ্রন্থ), প্রিয়ংবদা (গল্পগ্রন্থ), হৃদয়পুর (কাব্যগ্রন্থ) বইসমূহ প্রকাশিত হয়। বইগুলো পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। নতুন উপন্যাস নিয়েও তিনি আশাবাদী।

এসইউ/এএসএম