বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে তার বাসভবন থেকে রওয়ানা করলে গুলশান এভিনিউ রোডে দুর্ঘটনার শিকার হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে তিনি আহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান এভিনিউ রোডে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা চলে যায় হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর দিয়ে। এতে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
Advertisement
আরও পড়ুন
‘দেশের মানুষ যেন ভালো থাকে’ ঢাকা ছাড়ার আগে খালেদা জিয়াউন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি বিমানবন্দরে পৌঁছায়। পরে ১১টা ১০ মিনিটে বিমানে গিয়ে ওঠেন।
তার আগে রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওয়ানা হয়। এসময় ফিরোজার সামনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান।
কেএইচ/এসআর
Advertisement