দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে জয়-পুতুল-রেহানার নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগের ২৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী মো. আলহাজ্ব (১৮)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে মামলাটি রুজু হয়েছে।

মামলার উল্লেখ যোগ্য আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), ইডেন কলেজ মহিলা ছাত্রলীগের সভাপতি রিভা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি (৩২) প্রমুখ।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে মো. আলহাজ্ব গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন।

আরএইচ/এমএস