রাজধানীর বাড্ডায় স্ত্রীকে হত্যার ঘটনায় পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কমল লাল (ধর্মান্তরিত নাম মো. ইয়াসিন)।
Advertisement
সোমবার (৬ জানুয়ারি) পঞ্চগড়ের বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত বিথী আক্তার গ্রেফতার কমল লালের স্ত্রী। হিন্দু ধর্মাবলম্বী কমল লাল ইসলাম ধর্ম গ্রহণ করে মো. ইয়াসিন নাম ধারণ করে বিথীকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে গত ২৫ আগস্ট কমল লালকে তালাকের নোটিশ পাঠান বিথী আক্তার। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করা শুরু করেন।
আরও পড়ুন চুয়াডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার হোটেলে স্বামীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্ত্রীকে গ্রেফতারগত ১৬ সেপ্টেম্বর বিকেলে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাদের দেখা হয়। এসময় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ বিষয়ে কথাকাটাকাটি হয়।
Advertisement
কথাকাটাকাটির এক পর্যায়ে কমল লাল আরও দু-তিনজনের সহায়তায় পূর্বপরিকল্পিতভাবে তার সঙ্গে রাখা ছুরি দিয়ে বিথী আক্তারের পেটে আঘাত করে গুরুতর আহত করেন। আহত বিথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বিথী আক্তার মারা যান।
তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় নিহতের মা মোছা. হেলেনা আক্তার বাদী হয়ে কমল লালসহ অজ্ঞাতনামা দু-তিনজন সহযোগীর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে কমল লাল আত্মগোপনে ছিলেন। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় পঞ্চগড়ের বোদা থানার সাকুয়া বাজার ধানহাটি এলাকা থেকে বোদা থানা পুলিশের সহায়তায় কমল লালকে গ্রেফতার করা হয়।
টিটি/এএমএ/এএসএম
Advertisement