কক্সবাজারের টেকনাফে গত দুই বছর ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই। এতে চরম ব্যাঘাত ঘটছে উপজেলার শিক্ষা কার্যক্রমে।
Advertisement
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছর আগে টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে দায়িত্বে ছিলেন আনন্দময় ভৌমিক। তিনি বদলি হয়ে যাওয়ার পর আর কোনো শিক্ষা কর্মকর্তার পোস্টিং হয়নি টেকনাফে। দুই বছর পর সপ্তাহখানেক আগে উখিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অতিরিক্ত হিসেবে টেকনাফের দায়িত্বও দেওয়া হয়। তবে এতে শিক্ষা কার্যক্রমে যে ব্যাঘাত হচ্ছে তা পুরোপুরি কাটেনি।
ফলে বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেমন প্রধান শিক্ষকদের কাজে সহযোগিতা করা, সরকারি নির্দেশনা ও পরামর্শ অনুসরণ এবং বাস্তবায়ন করা, চাহিদাভিত্তিক শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ ও মাধ্যমিক শিক্ষার নতুন নতুন ধ্যান-ধারণা-পাঠদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করা, বিদ্যালয়ের পাঠদানের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষকদের পরামর্শ দেওয়া, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা, শিক্ষক নিয়োগ কমিটি গঠন, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা ইত্যাদি। এছাড়া উপজেলায় প্রতিটি স্কুলে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রেও স্থবিরতা সৃষ্টি হয়েছে।
শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টেকনাফ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার এমএ মনজুর বলেন, দুই বছর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় স্কুলগুলোর অফিসিয়াল কাজ থেকে শুরু করে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। ঠিকমত স্কুলের কাগজপত্রের জমা দেওয়া ও শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানান পরামর্শ থেকে বঞ্চিত হতে হচ্ছেন শিক্ষকরা। টেকনাফ উপজেলার পিছিয়ে পড়া শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মাধ্যমে শিক্ষা কর্মকর্তা দরকার।
Advertisement
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দীর্ঘ সময় টেকনাফ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ খালি রয়েছে। এতে শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়বে। এর আগে যিনি ছিলেন তিনি বদলি হয়েছেন। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যত দ্রুত সম্ভব টেকনাফে মাধ্যমিক শিক্ষা অফিসার দরকার।
কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রামমোহন সেন বলেন, টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার খালি পদে আপাতত উখিয়ায় যিনি দায়িত্ব আছেন তাকে অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে একজন একাডেমিক সুপারভাইজার ছিলেন তিনি এই কাজ করতেন। তবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকার কারণে শিক্ষা কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে নানান জটিলতা হচ্ছে। তাই আমরাও চেষ্টা করছি টেকনাফে শিক্ষা কর্মকর্তার শূন্য পদে কর্মকর্তা দিতে। শিক্ষা কর্মকর্তা নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই সমাধান হবে।
জাহাঙ্গীর আলম/জেডএইচ/এমএস
Advertisement