সিলেটের কোম্পানীগঞ্জে মাস্ক পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনায় আসা ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
Advertisement
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
আটক শাহীন আহমদ (২৬) কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।
Advertisement
গত শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেকে কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ আয়োজনে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী। এসময় মাস্ক পরে কেক কাটেন শাহীন আহমদ। ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।
জানা যায়, জুলাই-আগস্টজুড়ে দাপট দেখিয়েছেন শাহীন আহমদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। আটকের পর তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।
আহমেদ জামিল/এএইচ/এমএস
Advertisement