সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। ভারতীয় পেসারের কাণ্ডে নাখোশ হয়েছিলেন অস্ট্রেলিয়ার হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড। ম্যাচের পর বিষয়টি কথা বলেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরও।
Advertisement
ম্যাকডোনাল্ডের অভিযোগ, কনস্টাসের মনে আতঙ্ক তৈরি করতে চেয়েছিলেন বুমরাহ। আর গম্ভীর বলেছেন, কনস্টাসই বরং অনধিকার চর্চা করেছে। বুমরাহর আচরণ স্বাভাবিক। কেননা আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও এমনটি করেছেন।
১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে অবশ্য মাঠের বিতর্ককে পেছনে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। বুমরাহর বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন অসি তারকা।
সিডনিতে সিরিজের ফাইনাল টেস্টের ফলাফল বেরিয়ে আসে তৃতীয় দিনেই। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ দিনে ইনজুরির কারণে বোলিং করতে পারেননি বুমরাহ। ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া ভারতীয় পেসারের খেলতে না পারায় সফরকারীদের প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন খাজা। পাশাপাশি বুমরাহর না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য দারুণ সুযোগও বলে মনে করেন তিনি।
Advertisement
খাজা ‘এবিসি স্পোর্ট’কে বলেন, ‘আপনি কখনই কাউকে আহত দেখতে চাননি। এটা কষ্টদায়ক যে সে (আহত)। কিন্তু আমাদের পক্ষ থেকে স্রষ্টাকে ধন্যবাদ। উইকেটে আজ তার মুখোমুখি হওয়া পরম দুঃস্বপ্ন হতে পারতো। আপনি দেখতে পাচ্ছেন যে, সে তাদের দলের কত বড় অংশ। যতক্ষণ আমরা তাকে সেখানে দেখতে পাইনি আমরা ভেবেছিলাম ঠিক আছে, আমরা এখানে সুযোগ পেয়েছি।’
২০১৮-১৯ মৌসুমে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন বুমরাহ। ওই সময়ের তুলনায় ডানহাতি এই ভারতীয় বোলার অনেক পরিপক্ক। খাজার দৃষ্টিতে বুমরাহ এখন সবচেয়ে কঠিন বোলার।
খাজা বলেন, ‘এখন পর্যন্ত আমি যেসব বোলারদের মুখোমুখি হয়েছি, তাদের মধ্যে সে (বুমরাহ) সবচেয়ে কঠিন বোলার। ২০১৮ সালে আমি তার মুখোমুখি হয়েছি। আমার মনে আছে, সে আমাকে একবার আউট করেছিল এবং সে খুব ভালো বোলার ছিল। কিন্তু সে এই বছর বিশেষ কিছু। দেখে মনে হচ্ছে সে অনেক উন্নতি করেছে। গেল ছয় বছরে অনেক পরিপক্ক হয়েছে। সে ভালো বোলার। নিজের দক্ষতা বুঝতে পারে, কাকে বোলিং করছে সেটাও বুঝে। সবার জন্য তার আলাদা আলাদা পরিকল্পনা।’
তবে বুমরাহর বল মোকাবেলা করতে গিয়ে খুব বেশি চিন্তিত নন খাজা। আবার নিজের খানিক দুর্বলতাকেও অস্বীকার করেননি তিনি।
Advertisement
খাজা বলেন, ‘সত্যি বলতে, আমি শুধু বুমরাহ-এড (কোনো বিশেষ জিনিসের প্রতি দুর্বলতা) পেয়েছিলাম। এটা কঠিন কাজ ছিল। লোকেরা আমাকে জিজ্ঞেস করছিল ‘‘কী হচ্ছে’’? আমি সত্যি বলছি, আমি শুধু বুমরাহ-এড পাচ্ছি।’
তবে বোলার যতই ভালো হোক, সেটি নিয়ে ভাবেন না খাজা। রান পাবেন, এমন আত্মবিশ্বাস নিয়েই খেলেন তিনি।
বুমরাহ বলেন, ‘আমি সবসময় মনে করি একজন বোলার যতই ভালো হোক না কেন, তারা আমাকে স্কোর করার জন্য সবসময় কিছু দেবে। আমি কখনই অনুভব করিনি যে আমি তাকে স্কোর করতে পারবো না। এটা খুব কঠিন মনে হয়েছে। রান করা এবং উইকেট বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বুমরাহর চেয়ে কঠিন কাউকে আমি পাইনি।’
এমএইচ/জিকেএস