উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমির বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ জন্য তার গাড়ির কোন পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে সে রুট প্রকাশ করেছে দলটি।
Advertisement
জানা গেছে, গুলশান-২ নম্বরের বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান-২ নম্বর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে বিমানবন্দরে পৌঁছাবে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ টি বিমানবন্দরে পৌঁছেছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে বিমানে হোস্টদের স্বাগতম জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরী।
এদিকে রাতে গুলশানে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা বৈঠক করেছেন। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
Advertisement
আরও পড়ুন
খালেদাকে লন্ডন নিতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়রাত ৯ টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য এ জেডএম জাহিদ হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জমির উদ্দিন সরকার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকের আলোচনা বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
কেএইচ/এমএএইচ
Advertisement