চব্বিশ দিনের মাথায় মোহামেডান-আবাহনীর আরেকটি দ্বৈরথ। মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে দেশের দুই জনপ্রিয় ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডেই দুই দল মুখোমুখি হয়েছিল কুমিল্লার এই স্টেডিয়ামে। সোলেমান দিয়াবাতের গোলে জিতেছিল মোহামেডান। ম্যাচটি হয়েছিল ১৪ ডিসেম্বর।
Advertisement
সেই কুমিল্লায় আবার মোহামেডান-আবাহনী লড়াই মঙ্গলবার। দেশের দুই শীর্ষ জনপ্রিয় ক্লাবের এবারের লড়াই ফেডারেশন কাপের গ্রুপ পর্বের। এ ম্যাচটি মোহামেডানের কাছে বেশি গুরুত্বের।
প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরেছিল মোহামেডান। দ্বিতীয় ম্যাচে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। সাদাকালোদের দুই ম্যাচে পয়েন্ট ৩। আবাহনীর এক ম্যাচে ৩ পয়েন্ট। তারাও এই পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে।
মঙ্গলবারের ম্যাচে আবাহনী হারলেও কোয়ালিফিকেশন রাউন্ডে ওঠার সুযোগ থাকবে। তবে মোহামেডান হারলে সে সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। তাই তো মোহামেডান কোচ আলফাজ আহমেদের একটাই কথা, ‘বাঁচা-মরার লড়াইয়ে আমাদের জিততেই হবে।’
Advertisement
হার বা ড্র বর্তমান রানারআপদের ফেলে দেবে কঠিন সমীকরণে। তখন নিজেদের শেষ ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে তো হারাতে হবেই, সেই সাথে তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকেও।
আবাহনীর এবার বিদেশি খেলোয়াড় নেই। তাতে কি? বিদেশি ছাড়াই তো তারা লিগ ম্যাচে তারা হারিয়েছে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। মোহামেডান-আবাহনী ম্যাচে শক্তির চেয়ে মানসিক চাপটাই বেশি থাকে। সেই চাপমূক্ত হয়ে যারা খেলতে পারবে ফলাফল আসবে তাদের পক্ষেই।
মৌসুমের প্রথম সাক্ষাতে মোহামেডানের কাছে হারের বদলা নেওয়ার সুযোগ আবাহনীর সামনে। বদলা হয়ে গেলে ফেডারেশন কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হবে আকাশি-নীলদের।
মোহামেডানের আত্মবিশ্বাস সাম্প্রতিক সময়ে আবাহনীর বিপক্ষে তাদের জয়ের রেকর্ড। মোহামেডানের বিপক্ষে জয় যেন ভুলতে বসেছে আবাহনীর সমর্থকরা। প্রায় দুই বছর আগে শেষবার মোহামেডানের বিপক্ষে জয়োৎসব করেছিল আবাহনী।
Advertisement
২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে মোহামেডানকে হারিয়েছিল আবাহনী। এরপর ৬ ম্যাচে দাপট দেখিয়েছে মোহামেডান। সাদা-কালোরা জিতেছে চারটি, দুটি ম্যাচ হয়েছে ড্র। চার জয়ের একটি ছিল টাইব্রেকারে।
২০২৩ সালের ৩০ মে কুমিল্লায় ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকার ফাইনাল ৪-৪ গোলে শেষ হলে মোহামেডান ৪-২ গোলে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ১৪ বছর পর।
মোহামেডানের মতো চাপে নেই আবাহনীর। হারলেও বিদায়ের শঙ্কা সেভাবে জেঁকে বসবে না তাদের ওপর। তারপরও মোহামেডানের বিপক্ষে ম্যাচটি জিততে চাইবে তাদের চির প্রতিদ্বন্দ্বী আবাহনী। দলের কোচ মারুফুল হক বলেছেন, ‘কোনো সমীকরণের দিকে আমরা তাকাচ্ছি না। আমাদের এই ম্যাচ জিততেই হবে।’
মোহামেডান ও আবাহনীর লড়াইয়ে কেউ না জিতলে বেশি হাসি ফুটবে রহমতগঞ্জের খেলোয়াড়-কর্মকর্তাদের মুখে। তখন শেষের দুই ম্যাচের একটি জিতলেই কামাল বাবুর দল উঠে যাবে কোয়ালিফিকেশন রাউন্ডে।
আরআই/আইএইচএস/