জাতীয়

দুদক কর্মকর্তা পরিচয়ে অভিযান করতে এসে গ্রেফতার ৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে অভিযান পরিচালনা, জরিমানা ধার্য ও আদায়, চাঁদাবাজির অভিযোগে ‘দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা’ নামে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাদের আটক করে রাখা হয়। সন্ধ্যার পর পল্টন থানা পুলিশ দুদক কার্যালয় থেকে তাদের গ্রেফতার করে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, দুদকের জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করে প্রতারক চক্রের দুই সদস্য। পরে তাদের স্বীকারোক্তি রেকর্ড করে অজ্ঞাত আট আসামিসহ ১৪ জনের নামে পল্টন থানায় একটি প্রতারণার মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন সস্ত্রীক দুদকের জালে সাবেক এমপি মোস্তাফিজুর ও শিমুল কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রী-সন্তানসহ আসামি মতিউর

গ্রেফতাররা হলেন- কথিত দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম সম্রাট, পরিচালক (অপারেশন) মো. রায়হান ওরফে সৈয়দ রায়হান, নেত্রকোনার সাইফুল ইসলাম। এছাড়া মামলার অন্য অভিযুক্তরা হলেন পটুয়াখালীর সোলাইমান মুফতি, সিয়াম মাহমুদ মোবারক, হবিগঞ্জের রনি আহেমদ পায়েল এবং অজ্ঞাত পরিচয়ে আরও আটজনকে আসামি করা হয়েছে।

Advertisement

জানা গেছে, সম্প্রতি একটি গণমাধ্যমে এই চক্রের বিরুদ্ধে খবর প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের সত্যতা যাচাই ও অভিযান পরিচালনা করতে দুদকে আসে প্রতারক চক্রের দুই সদস্য। দুদকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা তাদের আটক করেন। পরে প্রতারকদের স্বীকারোক্তি অনুযায়ী সেগুনবাগিচা এলাকা থেকে আরেক জনকে আটক করা হয়।

দুদকের এক কর্মকর্তা জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ ও বাকিতে প্রায় ৫ লাখের বেশি টাকা চাঁদাবাজির কথা স্বীকার করেন।

এসএম/বিএ/এএসএম

Advertisement