ছাত্র-জনতার আন্দোলনে মো. সাব্বির (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ১৫৬ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে।
Advertisement
একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২০-৩০ নেতাকর্মীকে রাখা হয়।
ভুক্তভোগী নিজে বাদী হয়ে আদালতের নির্দেশে সোমবার (৬ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যক্তিরা।
Advertisement
এই মামলায় আসামি করতে দেখা গেছে, ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লা জেলার মানুষকে।
মামলার সূত্রে জানা গেছে, ২৫ জুলাই দুপুর ২টার দিকে ছাত্র-জনতা চিটাগাংরোডে আন্দোলন করার সময় আসামিরা রিভলবার, পিস্তল, কাটা রাইফেল ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হোন। এরপর ১-১৫ আসামির নির্দেশে ও ১৬-৬৫ নম্বর আসামির অর্থায়নে ও ৬৬-৮০ নম্বর আসামির পরিকল্পনায় আন্দোলনরত মানুষের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। সেসময় সাব্বির গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ খানাপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ মামলার আবেদন কোর্ট থেকে এসেছে। আমরা কোর্টের নির্দেশে মামলা নিয়েছি। তাই আসামি সম্পর্কে আমাদের জানা নেই। এটা বাদী ভালো বলতে পারবেন।
মো. আকাশ/জেডএইচ/জিকেএস
Advertisement