তথ্যপ্রযুক্তি

নকল ছবি কি না বুঝবেন সহজেই, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। জরুরি এবং বড় সাইজের ফাইল আদান-প্রদানের জন্য সবচেয়ে উপযোগী হোয়াটসঅ্যাপ। এছাড়াও ছবি বা ভিডিওর রেজোলিউশন ঠিক রেখে পাঠাতে হোয়াটসঅ্যাপই সবার পছন্দের মাধ্যম।

Advertisement

এবার নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপে। কেউ আপনাকে ছবি পাঠালো তা আসল কি নকল হোয়াটসঅ্যাপই জানাবে আপনাকে। ভুয়া খবর এবং ভুল তথ্যের সমস্যা সামাল দেওয়ার জন্য এবার গুগলের সাহায্য নিচ্ছে হোয়াটসঅ্যাপ।

এই মেসেজিং অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলে রিভার্স সার্চ ইমেজ করার ক্ষমতা পরীক্ষানিরীক্ষা করছে এবং এখন এটি ওয়েব হোয়াটসঅ্যাপ ভার্সনের ক্ষেত্রেও পরীক্ষা করা হচ্ছে।

আসলে হোয়াটসঅ্যাপ কোনো কন্টেন্ট, ছবি এবং ভিডিও ফরওয়ার্ড করার অনুমতি দিয়ে থাকে। যা চেক করা হয় না। এর অর্থ হল, এই সব কন্টেন্ট ভুয়ো হতে পারে। আর শেয়ার করার জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা ফেক কন্টেন্ট বা ছবি শনাক্ত করতে পারবেন। এমনকি সেগুলোর আসল উৎস সম্পর্কেও জানতে পারবেন।

Advertisement

ওয়েবিটাইনফো জানিয়েছে, এরই মধ্যে পরীক্ষা শুরু হয়েছে এই ফিচারের। হোয়াটসঅ্যাপের চ্যাট স্ক্রিনের একদম উপরে ডান দিকে একটি নতুন থ্রি-ডট মেন্যু অপশন পাওয়া যাবে। যে কোনো ছবিতে ব্যবহারকারীকে ক্লিক করতে হবে। আর এরপর গুগলের জন্য সার্চ অন দ্য ওয়েব অপশনে ট্যাপ করতে হবে। আর এভাবেই প্রকৃত ছবির ডেটাবেসে ঢোকার সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে নানতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সূত্র: হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার

কেএসকে/জেআইএম

Advertisement