হাজারো আলেম ও হাফেজের চোখের জলে বিদায় নিলেন ফেনীর দাগনভূঞা আহমদিয়া হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা রুহুল আমিন। রোববার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
বাদ আছর দাগনভূঞা আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কোরআনের হাফেজ তৈরিতে নিবেদিত প্রাণ হিসেবে হাফেজ রুহুল আমিনের নাম এলাকায় ব্যাপক সমাদৃত। তিনি প্রায় ৪০ বছর ধরে দাগনভূঞার করিমপুর লাল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হাতে তৈরি বহু কোরআনের হাফেজ ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে দেশ বিদেশে কাজ করছেন।
মৃত্যুকালে হাফেজ রুহুল আমিনের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছয় ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের স্ত্রী হাফেজ শিরিন আক্তার ২০১৭ সালে ইন্তেকাল করেন। মরহুমের ছেলে হাফেজ ইমাম উদ্দিন মিয়াজী দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা ইমাম সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
Advertisement
আবদুল্লাহ আল-মামুন/এফএ/এমএস