জাতীয়

চট্টগ্রামে চোরাই মালামালসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় চোরাই মালামালসহ মো. নাহিদুর ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানার বটতলী স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাহিদুর লোহাগাড়া থানার দক্ষিণ সুখছড়ি হোসেন সিকদার পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

ভুক্তভোগী জহির উদ্দিন বলেন, শনিবার (৪ জানুয়ারি) সপরিবারে বোনের বাড়িতে বেড়াতে যাই। বিকেলে ফিরে দেখি আমার ঘরের প্রধান ফটকের পূর্বপাশের জানালা ভাঙা এবং দরজা খোলা। শয়ন কক্ষের ও মায়ের কক্ষের কাঠের আলমারি ভাঙা। যেখানে দুটি সোনার কানের দুল, আংটিসহ নগদ ১৭ হাজার টাকা রাখা ছিল। সবকিছু চুরি হয়ে গেছে।

Advertisement

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জহির উদ্দিন নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া সোনার কানের দুলসহ আসামিকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/ইএ/জিকেএস