জোড়া সেঞ্চুরি এলো আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে ১৫৭ রান করে অলআউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে রহমত শাহ এবং ইসমত আলম - দু’জনই সেঞ্চুরি করলেন।
Advertisement
তৃতীয় দিনই ১৩৯ রান করে রহমত শাহ আউট হন। এরপর ৮ নম্বরে নেমে অসাধারণ এক সেঞ্চুরি করলেন ইসমত আলম। ১৮১ বল খেলে তিনি আউট হলেন ১০১ রান করে।
তৃতীয় দিন শেষে আফগানিস্তানের স্কোর ছিল ৭ উইকেট হারিয়ে ২৯১ রান। চতুর্থ দিন আরও প্রায় ২০ ওভার খেললো আফগান ব্যাটাররা। স্কোরকে নিয়ে গেলেন তারা ৩৬৩ রান পর্যন্ত।
যার ফলে জিম্বাবুয়ের সামনে ২৭৭ রানের লিড দাঁড়িয়েছে আফগানিস্তানের। জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। দুই ওপেনার জয়লর্ড গাম্বি ১৫ রানে এবং বেন কারেন ৫৩ বলে ৩৮ রান করে আউট হয়ে যান।
Advertisement
এ রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের রান ২ উইকেট হারিয়ে ৮৯ রান। ২১ রান নিয়ে ব্যাট করছেন তাকুদওয়ানাশে কাইতানো এবং ১৩ রানে ব্যাট করছেন সিকান্দার রাজা।
আইএইচএস/