বিনোদন

কত সম্পদের মালিক দীপিকা

বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের আজ (৫ জানুয়ারি) জন্মদিন। ৩৯ বছরে পা রাখলেন তিনি । বলিউডের আজকের তুমুল জনপ্রিয় এ তারকার কর্মজীবন ২০০৫ সালে শুরু হয়েছিল। সে বছরই প্রথম পোশাকশিল্পী সুনীত বর্মার জন্য ব্যাম্পে হেঁটেছিলেন। তারপর থেকে একাধিক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর কাজ করেন।

Advertisement

দীপিকার অভিনয়ের সফর শুরু কন্নর সিনেমা ‘ঐশ্বর্য’র মাধ্যমে। এরপরেই ২০০৭ সালে তিনি বলিউডে যাত্রা করেন। প্রথম সিনেমাতেই শাহরুখ খানের বিপরীতে নিজের অভিনয় ক্যারিশা দেখান। ‘ওম শান্তি ওম’ সিনেমায় শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন এ নায়িকা। জাদুভরা চোখে টানা কাজল, সারল্যে ভরা হাসিতে মুগ্ধ করেছিলেন দীপিকা। এরপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরই ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। দীপিকা বর্তমানে ভারতের শীর্ষ নায়িকাদের একজন। তার সম্পদের পারিমাণ জানতে ভীষণ কৌতূহলী অনুরাগীরা।

বর্তমানে দীপিকা প্রায় ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক। জানা গেছে, প্রতি সিনেমার জন্য তিনি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেন। প্রতি মাসে দীপিকার আয় ৩ কোটি রুপি। বার্ষিক আয় প্রায় ৪০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকারও বেশি।

২০১৩ সালে মুম্বাইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা। পরে স্বামী রণবীর সিংহের সঙ্গে মিলে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরও একটি বাড়ি কিনেছেন দীপিকা। ১১,২৬৬ বর্গফুটের সেই বাড়ির দাম ১১৯ কোটি রুপি।

Advertisement

দীপিকার সম্পদের বর্ণনা এখানেই শেষ নয়। ওরলিতে ৫ কক্ষের একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা-রণবীরের, যার দাম ৪০ কোটি রুপি। মাঝে মধ্যেই ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান দীপিকা-রণবীর। সেখানেও তাদের একটি বাংলো রয়েছে। সেই বাংলোর দাম ২২ কোটি রুপি।

আরও পড়ুন মেয়েকে নিয়ে ভক্তদের নতুন বার্তা দিলেন দীপিকা  কার মতো মা হবেন দীপিকা 

দীপিকা এ ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও আয় করেন এ নায়িকা। বর্তমানে তার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে। এ থেকে প্রতি মাসে মোটা অংকের আয় করেন।

এমএমএফ/জিকেএস

Advertisement