সাহিত্য

সমধারা সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৪ কবি

সমধারা সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৪ কবি। আগামী ২২ ফেব্রুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে এগারোতম সমধারা কবিতা উৎসবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

Advertisement

পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবি মোহাম্মদ ইকবাল, কবি আজিজুল আম্বিয়া, কবি সেলিম রেজা ও কবি শামীম আহমদ। পুরস্কার হিসেবে সমধারা স্মারক ও নগদ অর্থ দেওয়া হবে। এ ছাড়া সমধারা উৎসব সংখ্যা তাদের নিবেদন করে প্রকাশিত হবে। বরাবরের মতো সমধারা কবিতা উৎসবের সহযোগী হিসেবে থাকবে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ‘ইপসা’।

আয়োজকরা জানান, সাহিত্য বিষয়ক কাগজ সমধারা প্রতি বছর সাহিত্যের বিভিন্ন শাখায় গুণীদের পুরস্কার দিয়ে আসছে। ২০২৪ সালে কথাসাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, কবিতায় মজিদ মাহমুদ ও শিশুসাহিত্যে ধ্রুব এষ পুরস্কার গ্রহণ করেন।

আরও পড়ুনবাংলা একাডেমি পরিচালিত ৬ পুরস্কার ঘোষণা২০২৪ সালের আলোচিত যত সাহিত্য পুরস্কার

এরআগে ২০২৩ সালে কথাসাহিত্যে হরিশংকর জলদাস, কবিতায় ফরিদ আহমদ দুলাল ও শিশুসাহিত্যে স ম শামসুল আলম; ২০২২ সালে কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক ও কবিতায় ওমর কায়সার; ২০২১ সালে কথাসাহিত্যে ইমদাদুল হক মিলন এবং কবিতায় সরোজ দেব; ২০২০ সালে কথাসাহিত্যে সেলিনা হোসেন এবং শিশুসাহিত্যে রহীম শাহ; ২০১৯ সালে কবি মৃণাল বসুচৌধুরী; ২০১৮ সালে মুহম্মদ নূরুল হুদা; ২০১৭ সালে নির্মলেন্দু গুণ; ২০১৬ সালে হেলাল হাফিজ এ পুরস্কার গ্রহণ করেন।

Advertisement

উৎসবের আয়োজক সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন জানান, এবারের কবিতা উৎসবে সারাদেশ থেকে ২০০ জন অগ্রজ-অনুজ কবি অংশ নেবেন।

পুরস্কৃত চার কবির কবিতা নিয়ে থাকছে আবৃত্তি প্রযোজনা ‘মাননীয় কবিতা পুত্রগণ’। আমন্ত্রিত কবিদের কবিতা নিয়ে সংকলন ‘পদাবলির যাত্রা-১১’ এবং সমধারা ১০৫তম সংখ্যার পাঠ উন্মোচন অনুষ্ঠিত হবে।

এসইউ/জেআইএম

Advertisement