দলের মূল খেলোয়াড়দের কয়েকজন নেই। তবুও ম্যাচের সব পরিসংখ্যানেই দুর্দান্ত নিউজিল্যান্ড। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই লঙ্কানদের খেলা শিখিয়েছে কিউইরা। ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে নিজেদের ক্লাস দেখিয়ে লঙ্কানদের ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
Advertisement
রোববার টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ২৩ রানেই ৪ উইকেট হারায় লঙ্কানরা। ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেয় ওপেনার পাথুম নিশাঙ্কা (১৮ বলে ৮), কুশল মেন্ডিস (৮ বলে ২), কামিন্দু মেন্ডি (৯ বলে ৩) ও চারিথ আসালঙ্কা (৫ বলে ০)।
পঞ্চম উইকেটে জেনিথ লিয়ানাগেকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি করে শ্রীলঙ্কার প্রাথমিক বিপদ কাটিয়ে তোলেন ওপেনার আভিস্কা ফার্নান্ডো। ৫৪ বলে ৩৬ রান করে লিয়ানাগে আউট হওয়ার পর ৪ বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন ফার্নান্ডোও।
৬৩ বলে ৫৬ রান করেন ফার্নান্ডো। ৬টি চারের সঙ্গে হাঁকান ১টি ছক্কা। এটিই শ্রীলঙ্কার ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ।
Advertisement
সপ্তম উইকেটে ৪৮ রানের জুটি করেন চামিন্দু বিক্রমাসিংহে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিক্রমাসিংহে ৪২ বলে ২২ ও হাসারাঙ্গা ৩৩ বলে ৩৫ রান করেন। নিচের দিকে কেউ রান না পাওয়ায় ৪৩.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ১২ ওভারেই ৯৩ রান তোলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রাবিন্দ্রা। ৩৬ বলে ৪৫ রান করে ফেরেন রাবিন্দ্রা।
৮৬ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়ং। এটি ওয়ানডে ক্যারিয়ারে ডানহাতি ব্যাটারের ১০ম ফিফটি। তার সঙ্গে ৩৬ বলে ২৯ রান করেন মার্ক চ্যাপম্যান। এতে ৯ উইকেটের জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।
বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ১৯ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ২টি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও নাথান স্মিথ।
Advertisement
এমএইচ/এমএস