ভোলায় চর নেয়ামতপুর থেকে জবাই করা বিভিন্ন প্রজাতির ২৯ পরিযায়ী পাখি উদ্ধার করা হয়। শনিবার (৪ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উদ্ধার করা পাখি বন বিভাগে হস্তান্তর করা হয়।
Advertisement
ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসানাইন জানান, বিকেলে ভোলা সদর উপজেলার চর নেয়ামতপুরের মেঘনা নদীতে অবৈধ জাল উদ্ধারের অভিযান চালায় নৌপুলিশ। ওই সময় কিছু লোক একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বিষয়টি সন্দেহ হলে চরে উঠে দেখেন একটি বস্তায় জবাই করা বিভিন্ন প্রজাতির ২৯টি পরিযায়ী পাখি। পাখিগুলোতে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকায় এনে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।
তিনি আরও জানান, প্রতি বছর শীত মৌসুমে শিকারিরা বিভিন্ন চরাঞ্চলে আসা পাখিদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে অজ্ঞান করে। পরে জবাই করে সেগুলো বিক্রি করেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম
Advertisement