আন্তর্জাতিক

স্বাধীনতা দিবসে ৬ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার জান্তা

মিয়ানমারে স্বাধীনতার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ছয় হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। পাশাপাশি, অন্য বন্দিদের সাজা কমানোরও সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে রাজনৈতিক বন্দিরা থাকবেন কি না, তা এখনো নিশ্চিন নয়। এ ধরনের ব্যক্তিরা মূলত সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আটক হয়েছিলেন।

শনিবার (৪ জানুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানায়, সামরিক সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ৫ হাজার ৮৬৪ জন মিয়ানমারের নাগরিক এবং ১৮০ জন বিদেশি বন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বিদেশিদের মধ্যে চারজন থাইল্যান্ডের মৎস্যজীবী থাকতে পারেন, যারা গত নভেম্বরের শেষের দিকে মিয়ানমার নৌবাহিনী হাতে আটক হন।

আরও পড়ুন>>

Advertisement

মিয়ানমারে বেসামরিক লোকদের হত্যা-নির্যাতন বাড়িয়েছে সেনাবাহিনী বাংলাদেশে পালানোর সময় মিয়ানমারে ড্রোন হামলায় বহু রোহিঙ্গা নিহত বাংলাদেশ সীমান্তে আবারও রোহিঙ্গাদের ভিড়

মুক্তির শর্ত অনুযায়ী, যদি মুক্তি পাওয়া বন্দিরা আইনভঙ্গ করেন, তবে তাদের মূল সাজার বাকি অংশ ছাড়াও নতুন সাজা ভোগ করতে হবে। এছাড়া ১৪৪ জন বন্দির প্রাণদণ্ড কমিয়ে ১৫ বছরের কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে।

মুক্তি পাওয়া বন্দিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি জান্তা প্রশাসন। তবে অনেক বন্দি প্রতিবাদ সম্পর্কিত অভিযোগে আটক রয়েছেন।

জানা গেছে, মুক্তির প্রক্রিয়া শনিবার শুরু হলেও এটি সম্পন্ন হতে কয়েকদিন লাগতে পারে। এরই মধ্যে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের সামনে ভিড় করতে শুরু করেছেন বন্দিদের আত্মীয়রা।

মিয়ানমারে রাজনৈতিক বন্দিদের সহায়তা সংগঠন অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ২৮ হাজার ৯৬ জনকে রাজনৈতিক অভিযোগে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২১ হাজার ৪৯৯ জন এখনো বন্দি।

Advertisement

মিয়ানমার ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জন করে। শনিবার রাজধানী নেপিদোতে বর্তমান সামরিক সরকার স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

সূত্র: এপিকেএএ/