বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। ৩ জানুয়ারি গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তাহসান। আর এ খবরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। নেটিজেনরা তাদের শুভেচ্ছা জানিয়ে স্টাটাস দিচ্ছেন। কেউ কেউ মৃদু সমালোচনাও করছেন।
Advertisement
সাইফুল উদ্দিন লিখেছেন, ‘নতুন বছরে সব যেন নতুন করে শুরু। প্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান বিয়ে করছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে, এমনটাই জানা যায়। বেঈমান, বিশ্বাসঘাতক ও প্রতারককে যত দ্রুত ভুলে মুভঅন করা যায়; ততই মঙ্গল। তাহসান হয়তো ঠিকই তার জীবনের সঠিক মানুষকে খুঁজে পেলো কিন্তু ওই মহিলা তার সব কূল হারালো। যে কূলের প্রত্যাশায় পাড়ি দিলো; সে কূলও নাকি টলমল। সত্যি কোনো কোনো অপ্রাপ্তি হয়তো বড় কোনো প্রাপ্তি বয়ে আনে। শুভ কামনা রইলো তাহসান ও রোজাকে। দাম্পত্য জীবন সুখের হোক।’
সাঈদ আল হাসান শিমুল লিখেছেন, ‘তাহসান দেখছি নিজেই শিওর না, বিয়ে করেছেন কি না।’
শায়লা শারমিন রিমা লিখেছেন, ‘অভিনন্দন। নিউজটা ভোররাতে করেছি। পুরো নিউজের লিংক কমেন্ট বক্সে।’
Advertisement
ফয়সাল সরদার লিখেছেন, ‘অপেক্ষার ফল আসলেই ভালো হয়। ভালো কিছুই হয়। শুভ কামনা তাহসান রহমান খান।’
শফিকুল ইসলাম মিথুন লিখেছেন, ‘সেলেব্রিটিদের বিয়ে নিয়ে মাতামাতি করার কিছু নেই। ওরা বিয়ে করতেও সময় নেয় না। ডিভোর্স দিতেও সময় নেয় না।’
হুসাইন সাব্বির লিখেছেন, ‘বিয়া করে তাহসান ভাই আর চিপায় পড়ি আমি। আমার সাথে এমন করলে কাউরেই দাওয়াত দিমু না।’
ইশতিয়াক ইমন লিখেছেন, ‘তাহসানরা ঠকে না। আর মিথিলারা কখনো সুখ খুঁজে পায় না। হা হা হা এটাই বাস্তব (রিপন ভিডিও)।’
Advertisement
শেহজাদ আমান লিখেছেন, ‘আরেব্বাহ! প্রিয় তাহসান ভাইয়ের নতুন বউ দারুণ সুন্দর হয়েছে! অনেক অনেক শুভ কামনা এই নিউ কাপলের জন্য!’
এসইউ/জেআইএম