দেশজুড়ে

মানুষের পাশে থাকার জন্য কাজীপুরে বাড়ি বানাবেন কনকচাঁপা

সিরাজগঞ্জের কাজীপুরে দুই হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শীতার্তরা।

Advertisement

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণকালে কণ্ঠশিল্পী কনকচাঁপা কাজীপুরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমার শৈশব কেটেছে এই কাজীপুরের মাটিতে। এই জন্মভূমিতে মিশে আছে আমার বাপ-দাদার স্মৃতি। আজও পরিবার-পরিজন নিয়ে এই মাটিতে বসবাস করছে আমার আপন ভাই তোরু মোর্শেদসহ অসংখ্য আত্মীয়স্বজন। মাইজবাড়ির পৈতৃক বাড়িটি যমুনায় বিলীন হওয়ায় আমাকে লক্ষ্মীপুরে ভাইয়ের বাড়িতেই উঠতে হয়। আমি মনে করি মাইজবাড়ির প্রত্যেকটি বাড়িই আমার বাড়ি। কাজীপুরে আমার নিজ নামে কোনো বাড়ি নেই। তাই আমি দ্রুত কাজীপুরবাসীর পাশে থাকার জন্য একটি বাড়ি নির্মাণ করবো।

এ সময় কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ তরফদারসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

এম এ মালেক/এফএ/এমএস