খেলাধুলা

ভিনির লাল কার্ড, বেলিংহ্যামের পেনাল্টি মিস-তবু জিতলো রিয়াল

মাথা গরম করে আরও একবার শিরোনাম হলেন ভিনিসিয়ুস জুনিয়র। দেখলেন লাল কার্ড। পেনাল্টি মিস করলেন জুড বেলিংহ্যাম। তবে ঘটনাবহুল ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

Advertisement

ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে হুগো দুরো প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। জুড বেলিংহ্যাম পেনাল্টি মিস করেন, বল পোস্টে লাগে এবং কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়।

ভিনিসিয়ুস ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কিকে আঘাত করার জন্য ৭৯তম মিনিটে লাল কার্ড দেখেন। পরে বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ ৮৫তম মিনিটে রিয়াল মাদ্রিদের সমতা ফেরান এবং বেলিংহ্যাম অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করেন।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা, যদিও রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে।

Advertisement

মাথা গরম করে লাল কার্ড দেখা ভিনিসিয়ুস জুনিয়র অবশ্য ম্যাচের পর ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, 'দুঃখিত এবং ধন্যবাদ দল!'

এমএমআর/এমএস