দেশজুড়ে

লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজন গ্রেফতার

লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সদস্য সিফাত হোসেন, সিংগীমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুমন মিয়া ও ছাত্রলীগ নেতা বাবু।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। ওই মামলায় ছাত্রলীগের চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এসআর/এএসএম