সংসার সুখের করতে স্বামীদের অবদান অনেক। তাই তো কীভাবে স্ত্রীকে খুশি রাখা যায় এবং সংসার সুখের করা যায় সে বিষয়েই স্বামীদের নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রশিক্ষক বললেন—প্রশিক্ষক: যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনেন, তবে…
Advertisement
এক স্বামী: তবে কী?প্রশিক্ষক: এত আগ্রহ ভরে জানতে চেয়ে লাভ নেই।এক স্বামী: কেন?প্রশিক্ষক: স্বামীর কথা আসলে কোনো স্ত্রীই ঠিকমতো শোনেন না।এক স্বামী: তাহলে কী করার আছে?প্রশিক্ষক: সব সময় স্ত্রীর কথাই মেনে নেবেন। সে হ্যাঁ বললে হ্যাঁ, না বললেও হ্যাঁ।
****
শিক্ষকের বয়স বের করার উপায়গণিতের শিক্ষক ছাত্রদের ক্লাস নিচ্ছেন। তিনি বল্টুকে জিজ্ঞাসা করলেন—শিক্ষক: বল্টু বল তো, একটি ট্রেন ঘণ্টায় ৭০ মাইল যায়, তাহলে আমার বয়স কত?বল্টু: এটা কোনো প্রশ্ন হলো নাকি?পলি: স্যার, আমি পারবো।শিক্ষক: তাহলে বল তো দেখি?পলি: আপনার বয়স চল্লিশ।শিক্ষক: হ্যাঁ, কী করে বুঝলি?পলি: আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে, তার বয়স বিশ। আর আপনি পুরা পাগল, তাই আপনার বয়স চল্লিশ।
Advertisement
কেএসকে/জিকেএস