সাহিত্য

আয়শা সাথীর কবিতা: আমৃত্যু আক্ষেপ

তোমার ফিনফিনে চুলের ভেতরআমার নাজুক আঙুলগুলোহরিণ চঞ্চল দৌড়াতে না পারার আফসোসেরক্তশূন্য ফ্যাকাসে হচ্ছে প্রতিদিন;

Advertisement

তোমাকে দেখতে না পারার আক্ষেপেআমার চোখ দুটো ক্রমশই হারাচ্ছে তার নূর;পৃথিবীর পথে যেন অন্ধ হয়ে ঘুরছিপথভ্রষ্ট কোনো পথিকের মতো।

বুকের ভেতর তোমাকে জড়িয়ে ধরার তৃষ্ণাক্রমশ বেড়ে যাচ্ছে মাথাপিছু ঋণের মতো;নকশি কাঁথার মতো হৃদয়ে সেলাই করে যাচ্ছেঅপেক্ষার বেদনা রেশমি সুতোয়।

এসব প্রশ্নবোধক যাবতীয় সংকট নিয়ে,এসব মন খারাপের অসুখ নিয়ে একদিন...হ্যাঁ, একদিন এই জানালা দিয়েপৃথিবীর সমস্ত সৌন্দর্য, নিস্তব্ধ রাতের পথবলা না-বলা হাসি, তাল-মাতালে সমস্ত ভুলতোমার হাতে তুলে দিয়ে আমি পালিয়ে যাবো।লুকিয়ে পড়বো, গুটিয়ে নেবোহারিয়ে যাবো তোমার পাগলাটে খেয়ালিপনা থেকে।

Advertisement

কিন্তু কী আশ্চর্য জানো,তোমার ওই পাগলামিটুকুই শুধু হারাতে ইচ্ছে হয় না!

এসইউ/এমএস