দেশজুড়ে

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রাম, তাপমাত্রা ৯ ডিগ্রি

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের কবলে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। গত দুদিন ধরে সূর্যের দেখা না পাওয়া আর বৃষ্টির মতো কুয়াশা পড়ায় এ জেলায় সব থেকে বেশি কষ্টে আছে ছিন্নমূল মানুষজন। তারা আগুন জালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন।

Advertisement

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে কুড়িগ্রাম।

চর ভেলাকোপা গ্রামের আছমা বেগম বলেন, ’হামরা চরত মাঝত থাকি, সকাল-বিকাল কুয়াশা ঘিরি ধরে। ছোট বাচ্চাদের নিয়ে কষ্টে পার করছি। সরকার থাকি এখনো কেউ কম্বল দেয় নাই।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, শীতার্তদের জন্য মোট ১২ হাজার কম্বল ও ৫৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে ২৭ লাখ টাকার শীতবস্ত্র ও ১২ হাজার কম্বল বিতরণ হয়েছে। অবশিষ্ট টাকারও শীতবস্ত্র বিতরণের প্রক্রিয়া চলছে।

Advertisement

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কয়েকদিন তাপমাত্রা ১১ ডিগ্রির মধ্যে ওঠানামা করার পর শুক্রবার জেলা জুড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আরও দুই-তিনদিন অব্যাহত থাকতে পারে।

ফজলুল করিম ফারাজী/জেডএইচ/এমএস