ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
Advertisement
এর আগে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে রাত ২টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এখন আরিচা ঘাটে শাহ আলী, হামিদুর, চিত্রা ফেরি রয়েছে। আর মাঝ নদীতে ধানসিড়ি, কাজির হাটে খানজাহান আলী, কিশানি ফেরি আছে।
মো. সজল আলী/জেডএইচ/এমএস
Advertisement