খেলাধুলা

টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর

বিপিএলে আজ সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচ। এবারের আসরে কাগজে-কলমে যে দুটি দল শক্তিশালী, সেই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল একে অপরের মুখোমুখি।

Advertisement

হাইভোল্টেজ এই ম্যাচে কে জিতবে? বিপিএলের শুরুতেই এগিয়ে যাবে কে? এই প্রশ্ন সামনে নিয়ে টস করতে নামলেন তামিম ইকবাল এবং নুরুল হাসান সোহান।

টস জিতলেন সোহান এবং প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে।

এটা নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামছে রংপুর রাইডার্স। আগের দুটি ম্যাচই জিতেছে তারা। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে ৪০ রানে। দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারাল ৩৪ রানে।

Advertisement

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের এটা দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী ম্যাচে তারা মাঠে নেমেছিলো দূর্বার রাজশাহীর বিপক্ষে। ওই ম্যাচে তামিম ইকবালের দল পেয়েছিলো ৪ উইকেটের ব্যবধানে জয়। আজ জিতলে পয়েন্ট টেবিলে রংপুরের সমান হবে বরিশাল। হারলে রংপুর শীর্ষস্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করে তুলবে।

আইএইচএস/