ক্যাম্পাস

জাকসু নির্বাচনে কমিশন গঠন, দেওয়া হলো রোডম্যাপ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন আয়োজনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. কামরুল আহসান সই করা এক অফিস আদেশে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি জানানো হয়।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে রোডম্যাপ ঘোষণা করা হয়

অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু)-এর গঠনতন্ত্রের ৮(৬) ধারা অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামানকে প্রধান নির্বাচনী কমিশনার এবং তার সভাপতিত্বে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমকে সদস্যসচিব করে নির্বাচন কমিশন নিয়োগ করা হলো।

Advertisement

রোডম্যাপ অনুযায়ী আগামী ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন এবং ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা।

সৈকত ইসলাম/এসআর/জেআইএম