রাজধানী বাড্ডার খানকা শরীফ এলাকা থেকে একটি নাইন এম এম পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
গ্রেফতাররা হলেন- মো. জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিষ্টান জুয়েল (৩২)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাতে থানার একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে দুইজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
Advertisement
উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজ কাছে রেখে বাড্ডা এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতার জুয়েল ওরফে খ্রিষ্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
টিটি/এমএএইচ/জেআইএম
Advertisement