আন্তর্জাতিক

গাজা যুদ্ধে প্রায় ৯০০ ইসরায়েলি সেনা নিহত

গাজায় সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

Advertisement

গাজায় সামরিক অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর প্রায় ৯০০ সেনা সদস্য নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, তাদের ৮৯১ জন কর্মকর্তা এবং সৈন্য গাজায় অভিযানের সময় নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোও এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ১৯৭৩ সালে ইয়োম কিপ্পুর যুদ্ধে দেশটির সবচেয়ে বেশি সেনা সদস্য নিহত হয়। এদিকে ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গত ১৩ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

প্রায় ১৪ মাস ধরে গাজায় সংঘাত চলছে। এদিকে গাজার মানবিক অঞ্চল বলে পরিচিত দক্ষিণাঞ্চলীয় মাওয়াসি অঞ্চলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

Advertisement

আরও পড়ুন: নতুন বছরেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল উত্তর গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রমও বন্ধ গাজায় ১৭ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

এক ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়ছেন, গাজায় তীব্র শীতে এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৩৭৯ ফিলিস্তিনি।

টিটিএন