তথ্যপ্রযুক্তি

সাইবার হামলার শিকার ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিবির নেতা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়কের ফেসবুক আইডিতে আক্রমণ চালিয়েছে সাইবার সন্ত্রাসী গ্রুপ।

Advertisement

তথ্যমতে, তিনজনের আইডি সাইবার আক্রমণের শিকার হয়েছে। বাকিদের আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের আইসিটিবিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আইডি হারানো ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্র আন্দোলনে সক্রিয় তিনজনের ফেসবুক আইডিতে সাইবার হামলা হয়েছে। তারা হলেন- সায়েদ আবদুল্লাহ, তালাত রাফি ও ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম।

Advertisement

আক্রমণের আশঙ্কায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ আরও কয়েকজন নিজেদের ফেসবুক আইডি নিজেরাই ডিঅ্যাকটিভ করে রেখেছেন।

জানা যায়, বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা থেকেই সমন্বয়কদের ফেসবুক আইডি ডিজঅ্যাবল হওয়া শুরু হয়। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি দেশীয় প্ল্যাটফর্মও সমন্বয়কের ফেসবুক আইডি ডিজঅ্যাবল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

তাদের তথ্যমতে, ‘ক্র্যাক প্লাটুন’ নামক একটি হ্যাকার গ্রুপ এ সাইবার হামলার পেছনে নিজেদের দায়ও স্বীকার করেছে।

এদিকে, হারানো আইডি পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটিবিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ।

Advertisement

বুধবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, আইডি পুনরুদ্ধারে মেটার (ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান) এসিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে আইসিটি বিভাগের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

গণঅভ্যুত্থানের পক্ষের একটি সাইবার নিরাপত্তা গ্রুপ পরিচয় গোপন রাখার শর্তে জানায়, আওয়ামী লীগের ডিজিটাল থিংক ট্যাঙ্ক ‘সিআরআই’ এ ঘটনায় জড়িত।

এএএইচ/ইএ