গণমাধ্যম

ফটোগ্রাফির জন্য পুরস্কৃত মঞ্জুরুল

এনটিভি বিজয় উৎসব-আইকনিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফটোগ্রাফির জন্য পুরস্কৃত হলেন আলোকচিত্রী মঞ্জুরুল আলম। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ওই অনুষ্ঠানে তার হাতে ‘লাইফস্টাইল ও কমার্শিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কারটি তুলে দেওয়া হয়। মঞ্জুরুল ঢাকার বিনোদন অঙ্গন ও বিজ্ঞাপনী সংস্থার জন্য ছবি তোলেন।

Advertisement

শৈল্পিক সম্ভাবনার নিরিখে বাণিজ্যিক ফটোগ্রাফিচর্চা শুরু করেন মঞ্জুরুল আলম। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনী সংস্থার জন্য ছবি তুলে পেয়েছেন প্রশংসা। ফ্যাশন ফটোগ্রাফির জন্য তিনি পেয়েছেন বোধ বিজয় সম্মাননা, ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ তাকে দিয়েছে বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২।

মঞ্জুরুল আলমের জন্ম ফরিদপুর, বেড়ে ওঠা ঢাকায়। স্নাতকোত্তর করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ছবি তুলতে শুরু করেন। পাঠশালা: সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থেকে অ্যাডভান্সড ফটোগ্রাফি কোর্স করেন। যুক্ত রয়েছেন প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনে। পুরস্কার পাওয়ায় আনন্দিত মঞ্জুরুল বলেন, ‘এই পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশের ভাষা অামার নেই। অনেক শ্রম আর ত্যাগ নিয়ে আমি কাজ করে যাচ্ছি, কেবল প্রশান্তির জন্য। এ কাজের জন্য কোনো স্বীকৃতি পেলে সেটা অন্যরকম আনন্দের আরও ভালো করার প্রেরণার। আয়োজকদের ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য।’

কুয়ালালামপুরের ওই অনুষ্ঠানে বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়া হয় কণ্ঠশিল্পী আরেফিন রুমি, বাঁধন সরকার পূঁজা, মডেল সৈয়দ রুমা, আসিফ, ইনফ্লুয়েন্সার বারিশ হক, গয়না ডিজাইনার সোনিয়া মোদী, ভারতের কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত, নীল ভট্টাচার্য্য, অভিনেত্রী সম্পূর্ণা, অভিনেতা ও প্রযোজক চন্দ্রানী দাস, মডেল মধুমিতা গুপ্ত, মডেল সিনথিয়া, গয়নার ডিজাইনার তাসনুভা খান, মালয়েশিয়া বিডি মার্ট ব্র্যান্ডের কর্ণধার ইন্নামা দিলশাদ আলম তনিমা প্রমুখকে। এনটিভি বিজয় উৎসব-আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২৪ উৎসবের আয়োজক আইএসএফবিএ।

Advertisement

এলআইএ/আরএমডি/জিকেএস