জাতীয়

২০২৪ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৭৫৮

কর্মক্ষেত্রে বিগত এক বছরে (২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) সারা দেশে ৬৩৯ দুর্ঘটনায় ৭৫৮ জন শ্রমিক নিহত হয়েছেন। ২০২৩ সালে ৭৭২টি কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৮৭৫ জন শ্রমিক নিহত হন। এ হিসাবে দেখা যায় আগের বছরের তুলনায় এ বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু কিছুটা কমেছে।

Advertisement

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) নামের এক সংগঠন। সংবাদপত্রে প্রকাশিত (১৫টি জাতীয় এবং ১১টি স্থানীয়) খবরের ওপর ভিত্তি করে পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে যেসব শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তাদেরকেও এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন২০২৪ সালে সীমান্তে ৩১ হত্যা, কারা হেফাজতে মৃত্যু ১০৮ দেশে বছরজুড়ে রাজনৈতিক সহিংসতায় ১১৮০ প্রাণহানি 

বিজ্ঞপ্তিতে এসআরএস জানায়, কর্মক্ষেত্র দুর্ঘটনায় সবচেয়ে বেশি শ্রমিক নিহত হয়েছেন পরিবহন খাতে। যাদের সংখ্যা ৩৭৯ জন। এর পরেই রয়েছে সেবামূলক প্রতিষ্ঠান (যেমন- ওয়ার্কশপ, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ইত্যাদি) ১২৯ জন। এ বছর নির্মাণখাতে নিহত হয়েছে ৯২ জন, কল-কারখানা ও অন্যান্য উৎপাদনশীল প্রতিষ্ঠানে এই সংখ্যা ৭০ জন। এছাড়া কৃষিখাতে ৮৬ জন শ্রমিক নিহত হয়েছেন।

Advertisement

এতে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় ৪৬৪ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮১ জন, আগুন এবং বিভিন্ন বিস্ফোরণে ৩০ জন, মাঁচা বা উপর থেকে পড়ে মারা গেছেন ৫০ জন, বজ্রপাতে ৬৯ জন নিহত হয়েছেন। এছাড়া শক্ত বা ভারী কোনো বস্তুর দ্বারা আঘাত বা তার নিচে চাপা পড়ে ২১ জন, পাহাড় বা মাটি, ব্রিজ, ভবন বা ছাদ, দেওয়াল ধসে ৭ জন মারা গেছেন। রাসায়নিক দ্রব্য বা সেপটিক ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১১ জন, পানিতে ডুবে ১৭ জন এবং অন্যান্য কারণে ৮ জনের মৃত্যু হয়েছে।

এসএম/কেএসআর