বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫৫০০ ছাড়িয়ে গেছেগাজায় কোনো সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। তীব্র শীতে খাবার এবং অন্যান্য সরঞ্জামের ভয়াবহ সংকটের মধ্যে দিন কাটাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। এর মধ্যেই হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। প্রতিদিনই সেখানে ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে।
মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ভারতের গভীর ষড়যন্ত্রদক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত বাংলাদেশে শেখ হাসিনা ও নেপালে কংগ্রেস পার্টির মতো বিশ্বস্ত অংশীদারদের ক্ষমতায় রাখতে যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু তাদের এই কাজে ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
চিন্ময় থেকে রমেন রায়, বাংলাদেশ নিয়ে অপতথ্যের বন্যা ভারতীয় মিডিয়ায়বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে, সে সময়ে ১৮ জুলাই এ আন্দোলন সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমের উপস্থাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি বাংলা। প্রতিবেদনটি থেকে জানা যায়, তখনো এ আন্দোলনের খবর সামান্যই গুরুত্ব পেয়েছিল প্রতিবেশী দেশের গণমাধ্যমে। ভারতীয় গণমাধ্যম বিশ্লেষকদের একাংশ মনে করেন, বাংলাদেশের তৎকালীন সরকার ছিল ভারতের ‘বন্ধু-সরকার’।
Advertisement
২০২৪ সালে বিশ্ব তোলপাড় করা যত ঘটনাবিশ্ব রাজনীতি, অর্থনীতি, এবং প্রযুক্তির ক্ষেত্রে একটি ঘটনাবহুল বছর হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে ২০২৪ সাল। এ বছরের বেশ কিছু ঘটনা উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, মনোযোগ কেড়েছিল সারা বিশ্বের মানুষের।
দেশে দেশে নতুন বছর উদ্যাপনের প্রস্ততিআর কয়েকঘণ্টা পার হলেই শুরু হবে ইংরেজি নববর্ষ। নতুন বছরকে বরণ করতে দেশে দেশে চলছে প্রস্তুতি। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। ২০২৫ সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর।
ভারতের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতাভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপির) এন চন্দ্রবাবু নাইডু। আর সবচেয়ে দরিদ্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দুজনের সম্পদের ব্যবধানও অনেক। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) দেশটির ৩০ জন মুখ্যমন্ত্রীর সম্পদের খতিয়ান প্রকাশ করেছে।
যৌন নির্যাতন মামলার আপিলে হারলেন ট্রাম্পশপথ নেওয়ার আগে আবারও আইনি ঝামেলায় পড়লেন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্প। কলামিস্ট এলিজাবেথ জেন ক্যারলকে যৌন নির্যাতন ও মানহানি মামলার আপিলে হেরে গেছেন তিনি। এ মামলায় নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন ম্যানহাটানের ফেডারেল আপিল আদালত।
Advertisement
এবার আমিরাতে উড়োজাহাজ বিধ্বস্ত, ২ ভারতীয়-পাকিস্তানি নিহতসংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ভারতীয় ও পাকিস্তানি বলে জানা গেছে। একই দিনে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জন নিহত হন।
ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলাফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। এটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৩ ডিসেম্বর আকস্মিকভাবে সামরিক আইন জারির পর কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত হওয়ার পর তার বিরুদ্ধে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এই পদক্ষেপ নেওয়া হলো।
কেএএ/এমএস