দেশজুড়ে

চান্দিনায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

তারা হলো, মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২)।

দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

Advertisement

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস