হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ওই উপজেলার ডুবাঐ বাজারে আকিজ বেভারেজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন, প্রকৌশলী রিয়াজ উদ্দিন (৩৫), শ্রমিক মাহফুজ মিয়া (২৫), মিজান গাজী (২৭) ও ইব্রাহিম (৩২)।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, জালালাবাদ গ্যাস কোম্পানি থেকে একটি নতুন সংযোগ লাইন নিচ্ছে কোম্পানিটি। লাইনে কাজ করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান শ্রমিক মাহফুজ মিয়া ও মিজান গাজী। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান প্রকৌশলী রিয়াজ উদ্দিন ও শ্রমিক মিজান গাজী। তাদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
নিহত শ্রমিকরা চাঁদপুর জেলার বাসিন্দা। তারা গাজীপুর গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। প্রকৌশলী রিয়াজ উদ্দিন ভোলা জেলার বাসিন্দা। তিনি আকিজ কোম্পানির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
Advertisement
আকিজ ভেঞ্চারের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান জানান, আমাদের কোম্পানিতে মূলত গত বছর (২০২৩ সালে) দুটি গ্যাস লাইন টানা হয়েছিল। এর মধ্যে একটি চালু করা হয়েছে। অপরটি বন্ধ ছিল। সোমবার থেকে বন্ধ লাইনটি সেট করার জন্য কাজ করা হচ্ছিল। সারাদিন সেখানে কাজ করেছে। কিন্তু সমস্যা হয়নি। পাইপের ভেতর থেকে ময়লা বের করা হয়। আজও (মঙ্গলবার) সকালে লাইন কাজ করছিলেন তারা। এ লাইনে আসলে গ্যাস চালু নেই। বাতাস দিয়ে গ্যাসের পাইপ চেক করা হচ্ছিল। কিন্তু বাতাস দিয়ে চেক করতে গিয়ে গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। বাতাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় আমরা মর্মাহত। সেখানে আগুন জাতীয় কিছু ছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের কিছুই ছিলনা। বিকেলে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানা পরিদর্শনে এসেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরএইচ/জিকেএস