চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের সময় বরখাস্ত হওয়া এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
Advertisement
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম শামীম ভূইয়া (২৮)। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের জ্যাকেট পরিহিত ওই ব্যক্তি প্রাইভেটকারে করে এসে একটি দোকানে ঢোকেন। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিবেশক ওই দোকানির মাধ্যমে কয়েকটি নগদ হিসাবে ১ লাখ ২৫ হাজার টাকা পাঠান। এরপর দোকানিকে টাকা পরিশোধ না করেই তিনি চলে যাচ্ছিলেন। এসময় তাকে ধরে রেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।
Advertisement
পুলিশ জানায়, শামীম বান্দরবান জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
স্থানীয় দোকানিরা জানান, বিভিন্ন নগদ হিসাবে ১ লাখ ২৫ হাজার টাকা পাঠানোর পর ওই ব্যক্তি চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় তার কাছে পাওনা টাকা চাইলে তিনি নগদের পরিবেশক ওই দোকানিকে বলেন, গাড়িতে টাকা আছে, সেখান থেকে দিচ্ছেন। তবে তিনি পালানোর চেষ্টা করায় তাকে আটক করা হয়।
বিভিন্ন নগদ হিসাবে পাঠানো টাকার মধ্যে ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা পরিবেশকের হিসাবে ফেরত আনা সম্ভব হয়েছে। তবে ৪ হাজার ৫০০ টাকা ফেরত আনা সম্ভব হয়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আটক ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। তার ব্যবহত গাড়িও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন।
Advertisement
এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম