ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটি গঠন করেছিল ২৮ অক্টোবর। সেই কমিটির সুপিরিশে ১৪ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ ৯ ফেডারেশনের কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করে দেয়। অগ্রাধিকবার পাওয়া সেই ফেডারেশনগুলো নতুন কমিটি পেয়ে কতটা সক্রিয় হয়েছে এবং দেড় মাসে কি কার্যক্রম করতে পেরেছে ক্রীড়াঙ্গনে সেটাই আলোচনা।
Advertisement
প্রথম ধাপে অ্যাডহক কমিটি ঘোষণা করা ৯ ফেডারেশন হচ্ছে- অ্যাথলেটিকস, হকি, দাবা, কাবাডি, বাস্কেটবল, টেনিস, ব্রিজ, স্কোয়াশ ও বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার। সাঁতার, শুটিং, ভারোত্তোলনসহ যে খেলাগুলোকে নিয়ে এসএ গেমসে স্বপ্ন দেখা যায়, তাদের বাদ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ অচলাবস্থা কাটাতে অগ্রাধিকার দিয়েছে বাস্কেটবল, ব্রিজ, স্কোয়াশ ও বিলিয়ার্ড অ্যান্ড স্নুকারকে।
দেড় মাস আগে দায়িত্ব পাওয়া ৯ ফেডারেশনের মধ্যে ৮টিই বিজয় দিবস টুর্নামেন্ট করে তাদের কার্যক্রম শুরু করেছে। তবে ব্যতিক্রম কেবল অ্যাথলেটিকস। ‘মাদার অব অল গেমস’ হিসেবে পরিচিত এই ডিসিপ্লিনের দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দেড় মাসে কোনো কার্যক্রমই শুরু করতে পারেনি। নতুন কমিটির একটি সভা হয়েছে- বলতে গেলে এটাই অ্যাথলেটিকসের কার্যক্রম।
কি করলেন দেড় মাসে? বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘এ মাসের ৬ তারিখ আমরা নতুন কমিটির সভা করেছি। প্রথম সভা তো? তাই তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। ফেব্রুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপ করার এবং জেলা পর্যায়ে কিভাবে কি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এক মাসের মধ্যে আমরা অ্যাথলেটদের মাঠে নামানোর পরিকল্পনা করছি।’
Advertisement
অনেক ফেডারেশনতো মহান বিজয় দিবসে টুর্নামেন্ট আয়োজন করেছে। অ্যাথলেটিকস করেনি কেন? জবাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমাদের করার ইচ্ছা ছিল। আমরা চেয়েছিলাম বিজয় দিবসে একটা ম্যারাথন আয়োজন করতে। তবে বিওএ একটা ম্যারাথন করায় আমরা করিনি।’ অর্থ হলো বিওএ করেছে তাই ফেডারেশন হাত-পা গুটিয়ে বসেছিল।
খাজনার চেয়ে বাজনা বেশি ছিল বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায়। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে নতুন কমিটি তাদের প্রথম টুর্নামেন্ট আয়োজন করেছিল। নতুন ঘোষিত ৯ অ্যাডহক কমিটি নিয়ে যে সমালোচনা হয়েছে সেখানে সবার শীর্ষে ছিল কাবাডি। বিশেষ করে আগের কমিটির যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগকে সাধারণ সম্পাদক করায় ব্যাপক সমালোচনা হয়েছে ক্রীড়াঙ্গনে।
সোহাগের বিরুদ্ধে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ সভা হয়েছে, পোস্টারিং হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ সোহাগের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করতে একটি কমিটিও গঠন করে। তদন্ত কার্যক্রম শুরু করে আবার রহস্যজনকভাবে স্থগিতও করে। জাতীয় ক্রীড়া পরিষদ তাদের ঘোষিত কমিটিকে বিতর্কিত বলে নতুন বিতর্কের জন্ম দেয়। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বিজয় দিবস টুর্নামেন্টের সময় হ্যান্ডবল স্টেডিয়াম এমনভাবে সাজিয়েছিল, দেখলে যে কারোরই মনে হতো যেন কোনো বিয়েবাড়ি। এক কথায় জাঁকজমকভাবেই নিজের কার্যক্রম শুরু করেন সোহাগ।
বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা রিয়াজুল হাসান। এই কমিটি দায়িত্ব নিয়ে আয়োজন করে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। তবে কমিটি বিতর্কের জন্ম দিয়েছে অনিবন্ধিত একটি দলকে টুর্নামেন্ট খেলিয়ে। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ নামের একটি প্যাডসর্বস্ব দল গঠন করে বিজয় দিবস হকিতে খেলেছেন সাবেক ও বর্তমান কিছু খেলোয়াড়।
Advertisement
নতুন সাধারণ সম্পাদক বলেছেন, তারা ফান্ড সংগ্রহের চেষ্টা করছেন। বিশেষ করে আগামী বছর নভেম্বরে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের জন্য দলের দীর্ঘ ৬ মাসের ক্যাম্প আয়োজনের বাজেট নিয়েই বেশি চিন্তা তাদের। হকিকে মাঠে রাখাটাকেই বেশি জরুরি মনে করছেন নতুন সাধারণ সম্পাদক।
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক আছেন আগের জিএম কামরুল ইসলামই। দায়িত্ব পাওয়ার পর নতুন করে শুরু করলেন। এই দেড় মাসে কি কার্যক্রম ছিল আপনাদের? জবাবে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা বিজয় দিবস টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। অনূর্ধ্ব-১১, ১২, ১৩, ১৪ ও ১৫ বিভাগে এ টুর্নামেন্ট আয়োজন করি। মিরপুর ইনডোরে কিছু খেলা করেছি। গুলশান ক্লাবে শেষ হয়েছে ২৮ ডিসেম্বর। এরই মধ্যে আমরা নির্বাহী কমিটির সভা করেছি।’
বিজয় দিবসের বাইরে আপনাদের কোনো কার্যক্রম ছিলো? সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমরা ৫ বছরের জন্য একটা ক্যালেন্ডার করেছিলাম। ২০২৫ সাল হবে ক্যালেন্ডারের শেষ বছর। সভায় এই ক্যালেন্ডার নিয়ে আলোচনা হয়েছে। এক মাস হলো আমরা আবদাল বাসেত নামের একজন পাকিস্তানি কোচ নিয়োগ দিয়েছি। বিকেএসপির চট্টগ্রাম শাখায় তাকে দেওয়া হয়েছে। এসএ গেমস সামনে রেখে জাতীয় দলের জন্য খেলোয়াড় বের করার জন্যই ৬ মাসের জন্য পাকিস্তানের এই কোচ নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের ফেডারেশনে তেমন ফান্ড নেই। আমি ও অন্য সদস্যরা মিলে কোচের বেতনের ব্যবস্থা করছি।’
দাবা ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক দাবাড়ু ফিদেমাস্টার ড. তৈয়বুর রহমান সুমন। নতুন কমিটি দায়িত্ব নিয়ে বিজয় দিবস টুর্নামেন্ট আয়োজন করেছে এবং দ্বিতীয় আসর হিসেবে চলছে দ্বিতীয় বিভাগ লিগ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন মনন রেজা নীড় ও নোশিন আঞ্জুম।
তবে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় দুই খেলোয়াড় অংশ নিচ্ছেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীমের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায়। সৈয়দ শাহাবউদ্দিন শামীমের সময়ই এই প্রতিযোগিায় অংশ নেওয়ার প্রক্রিয়া করা হয়েছিল। ফান্ডের অভাবে বর্তমান কমিটি এগিয়ে না আসায় সাবেক সাধারণ সম্পাদক নিজের পকেটের অর্থ খরচ করে দুই জাতীয় চ্যাম্পিয়নকে যুক্তরাষ্ট্র নিয়ে গেছেন।
এই প্রতিযোগিতায় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় চারজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক দেখিয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগে নীড়ের র্যাংকিং ছিল ১৭১। টুর্নামেন্টে তিনি ১৮০ জনের মধ্যে হয়েছেন ১৩৯তম। নোশিন আঞ্জুম হয়েছেন ১১০ জনের মধ্যে ১০৫তম।
দুই খেলোয়াড়কে যুক্তরাষ্ট্রে পাঠাতে ফেডারেশনের আর্থিক ভূমিকা না থাকা প্রসঙ্গে সাধারণ সম্পদক ড. তৈয়বুর রহমান সুমন বলেছেন, ‘ওদের ব্যক্তিগত স্পন্সর ছিল বলে আমাদের দরকার পড়েনি। ব্লিৎজ ও র্যাপিড এই টুর্নামেন্টে আমরা ভালো করার মতো অবস্থানে নেই। এখান থেকে জিমএ ও আইএম নর্ম পাওয়ারও সুযোগ নেই। তবে যে দুইজন অংশ নিয়েছেন তারা অভিজ্ঞতা বাড়িয়েছেন। মনন রেজা নীড় চারজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন, যা তার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিয়েছে। এ ফলাফল বলে দেয় আমাদের আরো দুই একজন গ্র্যান্ডমাস্টার হওয়ার অবস্থায় আছেন।’
বাংলাদেশ টেনিস ফেডারেশনের নতুন কমিটির প্রথম আয়োজন বিজয় দিবস টুর্নামেন্ট চলছে। ৮ ইভেন্টে ২৩০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন রমনা টেনিস কমপ্লেক্সে। ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন বললেন, ‘১৪ নভেম্বর কমিটি ঘোষণা হলেও আমরা দায়িত্ব বুঝে নিয়েছিল ২ ডিসেম্বর। আমাদের সভাপতি দেশের বাইরে থাকায় দায়িত্ব বুঝে নিতে বিলম্ব হয়েছে। এরই মধ্যে আমরা একটি সভা করে ২০২৫ সালের ক্যালেন্ডার তৈরি করেছি। আমাদের প্রথম টুর্নামেন্ট বিজয় দিবস চলমান। সিনিয়র ইভেন্টে আমরা সর্বমোট সাড়ে ৩ লাখ টাকার মতো প্রাইজমানি দিচ্ছি।’
নতুন বছরে কি ইভেন্ট আছে আপনাদের। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ফেব্রুয়ারিতে আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপ করবো। তার আগে জানুয়ারিতে অনূর্ধ্ব-১৪ দলের দুইজন ছেলে ও দুইজন মেয়ে শ্রীলংকা যাবে এটিএফ এর আয়োজনে এশিয়ান ডেভেলপমেন্ট টুর্নামেন্টে অংশ নিতে। মার্চে অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ ছেলে ও মেয়েদের দল যাবে বাহরাইনে দুটি প্রতিযোগিতায় অংশ নিতে।’
বাংলাদেশ ব্রিজ ফেডারেশন পেয়ার ইভেন্টে একদিনের বিজয় দিবস টুর্নামেন্ট আয়োজন করেছিল ১৪ ডিসেম্বর। সামনের দিনের কর্মসূচির কথা উল্লেখ করে ফেডারেশনের সাধারণ সম্পাদক নাইমুল হাসান বলেন, ‘আমাদের সামনের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি। আগামী এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে ওয়ার্ল্ড কাপের এশিয়া অঞ্চলের বাছাই। তার জন্য ট্রায়াল হবে জানুয়ারিতে। জাতীয় দলের জন্য আমাদের ৬ জনের দল নির্বাচন করতে হবে বাছাইয়ে অংশ নিতে।’
ভেন্যু সংকটে থাকা বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর নির্বাহী কমিটির দুটি সভা করেছে। সর্বশেষ সভা হয়েছে রোববার। ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা মো. আতিকুল হাফিজ বলেছেন, ‘আমাদের তো ভেন্যু সংকট রয়েছে। তাই মিরপুর ইনডোর ও গুলশান ইয়ুথ ক্লাব বিজয় দিবস টুর্নামেন্ট করতে হয়েছে। মেয়েদের ৮ ও ছেলেদের ৭ টি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। টুর্নামেন্ট করতে চাই। তবে ভেন্যু কোথায় পবো?’
জানুয়ারির ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত শ্রীলংকায় হবে সার্ক কোয়ালিফাইং স্নুকার চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেওয়ার জন্য খেলোয়াড় বাছাই করেছে বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন। সাধারণ সম্পাদক রিয়াসাত করিম জানিয়েছেন, ‘নিজাম উদ্দিন আহমেদ রফি ও আসিফ ইমরান নামের দুইজন খেলোয়াড় আমরা ওই টুর্নামেন্টের জন্য বাছাই করেছি। ঘরোয়া আয়োজন ছিল ভিক্টোরি ডে নাইনবল পুল টুর্নামেন্ট। ১০৭ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।’
আরআই/আইএইচএস/