নাগরিকদের সেবাবঞ্চিত করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
Advertisement
তিনি বলেন, প্রতিটি নাগরিকের নাগরিক সেবা পাওয়ার অধিকার রয়েছে। প্রাপ্য সেবার অধিকার থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা-কর্মচারী নাগরিকদের বঞ্চিত করলে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৯ ডিসেম্বর) নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও হাজিরা যাচাইকালে তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, প্রতিটি নাগরিকের সেবা পাওয়ার অধিকার রয়েছে। অথচ আজকেও আমরা কয়েকজন কর্মচারী চিহ্নিত করেছি যারা কাজ করছে না বা ফাঁকিবাজি করছেন। আগের সরকারের সময় যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অনেকে দায়িত্ব ঠিকমতো পালন করছে না। আমরা এ ধরনের কর্মীদের জায়গায় নতুন কর্মী নিয়োগ দেবো, যেন কাজের মান উন্নত হয়।
Advertisement
তিনি বলেন, যারা নাগরিকদের প্রাপ্য সেবা দিতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই সবাই আন্তরিকভাবে কাজ করুক, কারণ আমি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
‘আমি প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি। আমার লোকরা ওয়ার্ডগুলোতে কার্যক্রম ঠিকমতো হচ্ছে কি না যাচাই করছে। কিন্তু অভিযান চালিয়েও আমি এখনো পরিচ্ছন্ন কার্যক্রম নিয়ে শতভাগ সন্তুষ্ট নই। এখনো আমার লক্ষ্যের ৩০ থেকে ৪০ শতাংশও অর্জন হয়নি। এটিকে যখন ৮০-৯০ শতাংশে নিতে পারবো তখনই মনে করবো আমি সন্তুষ্ট।’ পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের সতর্ক করে মেয়র বলেন, পর্যাপ্ত পরিমাণে মশার ওষুধ আমাদের কাছে আছে। মশার ওষুধের জন্য চিন্তার কিছু নেই। যত লাগে দিতে হবে। কিন্তু মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, সহকারী প্রকৌশলী কামাল হোসেন সেলিম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরীসহ (মারুফ) পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এমডিআইএইচ/এমকেআর
Advertisement