ফেনীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে একজনকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস