জাতীয়

আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে: হাসনাত

আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চুড়ান্তভাবে কবর দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে। রোববার (২৯ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনটি দাবি জানিয়ে এক পোস্ট দিয়ে তিনি এ কথা বলেন।

Advertisement

হাসনাত লিখেন, ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে। স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে।

তিন দাবি হলো-১. আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চুড়ান্তভাবে কবর দিতে হবে। আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে।২. ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে। স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।৩. বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে।

এদিকে আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই প্রক্লেমেশন প্রকাশের কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Advertisement

এনএস/এমআইএইচএস