দেশজুড়ে

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় দুজন ও শীতলপুর এলাকায় একজনের মৃত্যু হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে একটি ধান মাড়াইয়ের মেশিন যাচ্ছিল। এসময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সাইদুর রহমানের ছেলে মো. খোকন (৩০) ও নেত্রকোনা সদরের মোহাম্মদ রানা (৩৫) মারা যান।

এর আগে দুপুরে তাইজুদ্দিন (৪৭) একজন উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকা দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা যান।

এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুমিন বলেন, দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় তাইজুদ্দিন নামের একজন নিহত হয়েছেন।

Advertisement

অপরদিকে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ট্রাকের ধাক্কায় ধান মাড়াই মেশিনে থাকা দুজন ঘটনাস্থলে নিহত হন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস