জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্মতত্ত্ব অনুষদ খোলার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপাচার্যের কাছে এ স্মারকলিপির দেন তারা।
Advertisement
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের চারটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটিতে ধর্মতত্ত্ব বা ইসলামিক স্টাডিজ বিভাগে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো বিভাগ না থাকায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়।
সেখানে আরও বলা হয়, বাংলাদেশের প্রায় ৯২ শতাংশ জনগণ ইসলাম ধর্মে বিশ্বাসী। পাশাপাশি, অন্যান্য ধর্ম ও সংস্কৃতির অনুসারীদের মধ্যেও ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজের প্রতি আগ্রহ রয়েছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ এ বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ চায়। এ ধরনের বিভাগ চালু করা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন এবং সমাজে নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহইয়া জিসান বলেন, বর্তমান সময়ের বাস্তবতা এবং শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় জাবিতে ধর্মতত্ত্ব অনুষদ চালু করা অত্যন্ত সময়োপযোগী। এটি কেবল একাডেমিক অগ্রগতিই নয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Advertisement
সৈকত ইসলাম/আরএইচ/জেআইএম